চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে ছাত্র-জনতার সমাবেশ

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে জড়ো হয়েছেন ছাত্র-জনতা। ছবি: রাজীব রায়হান/ স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে সাড়া দিয়ে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে জড়ো হয়েছেন হাজারো ছাত্র-জনতা।

নগরীর চার রাস্তার মোড়ে বিক্ষিপ্তভাবে এসে জড়ো হচ্ছেন তারা।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে শুরু হয় ছাত্র-জনতার সমাবেশ।

এসময় কোতোয়ালী থানার দিক থেকে আসা সড়ক ব্যারিকেড দিয়ে রেখেছে শিক্ষার্থীরা।

'উই ওয়ান্ট জাস্টিস', 'স্বৈরাচার নিপাত যাক' ইত্যাদি স্লোগানে নিউমার্কেট এলাকা প্রকম্পিত হচ্ছে।

যানবাহন চলাচল বন্ধ রয়েছে নগরের রিয়াজ উদ্দিন বাজার আমতলি মোড়, স্টেশন রোড, সদরঘাট রোড, সিটি কলেজের মোড়সহ বিভিন্ন এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সময় যত গড়াচ্ছে ছাত্র-জনতার চাপ বাড়ছে নিউমার্কেট এলাকায়। ইতোমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন কয়েক হাজার মানুষ।

ঘটনাস্থলে থাকা আমাদের সংবাদদতা জানিয়েছেন, সমাবেশস্থলের আশেপাশে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।

তবে নগরের জিইসি মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। জিইসি মোড়ের কামাল স্টোর এলাকায় সড়কের পূর্ব পাশে দলীয় নেতা-কর্মীদের অবস্থানের কারণে যানবাহন চলাচল কমে এসেছে।

Comments

The Daily Star  | English

CEC, 4 election commissioners sworn in

Chief Justice Syed Refaat Ahmed administered the oath at the Supreme Court Judges' Lounge in the afternoon

19m ago