ইতালির ভিসা জটিলতা অবসানের দাবিতে কাকরাইলে বিক্ষোভ

ইতালির ভিসা জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ। ছবি: প্রবীর দাস/স্টার
ইতালির ভিসা জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ। ছবি: প্রবীর দাশ/স্টার

ইতালি যেতে ইচ্ছুক একদল মানুষ আজ সকালে রাজধানীর কাকরাইল এলাকায় বিক্ষোভ করেছেন। তারা ইতালির ভিসা নিয়ে জটিলতা অবসানের দাবি জানান।

বিক্ষোভকারীরা দাবি করেন, তারা বেশ কয়েক মাস আগে ইতালির ভিসার আবেদন করেছেন, কিন্তু অনুমোদিত ভিসা ছাড়াই তাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে।

এজন্য আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে কাকরাইল মসজিদের সামনে জমায়েত হতে শুরু করেন বিক্ষুব্ধরা। 

এক বিক্ষোভকারী বলেন, 'আমরা ভিসার সিল ছাড়াই পাসপোর্ট ফিরে পেয়েছি। আমরা আমাদের ভিসা চাই।'

ফারজানা নামের এক বিক্ষোভকারী বলেন, 'আমরা এই জটিলতার অবসান চাই। আমাদের পাসপোর্টে কোনো ঝামেলা নেই এবং আমরা সাত মাস আগে (ভিসার জন্য পাসপোর্ট) জমা দিয়েছি। আমাদের স্পন্সররাও ইতিবাচক সাড়া দিয়েছেন এবং অনুমোদন দিতে সম্মত হয়েছেন। কিন্তু আমরা এখনো দূতাবাসের কাছ থেকে কিছু পাইনি। এসবের জন্য কে বা কারা দায়ী, আমরা তা জানতে চাই না—আমরা শুধু আমাদের ভিসা চাই।'

অপর বিক্ষোভকারী মিজানুর রহমান জানান, 'আমরা ২০২৩ ও ২০২৪ এ আবেদন করেছি, কিন্তু এখনো কোনো সিরিয়াল পাইনি। আমরা আরও জটিলতার মুখোমুখি হতে চাই না।'

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

14h ago