সীমিত পরিসরে খুলেছে ব্যাংক, টাকা তুলতে গ্রাহকদের ভিড়
চারদিনের সাধারণ ছুটি ও কারফিউ শিথিল করার পর আজ বুধবার থেকে ব্যাংকের কিছু শাখা খুলেছে এবং ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, আজ সকাল ১১টায় সীমিত পরিসরে ব্যাংক খোলার পর শুরুতে বিভিন্ন ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকরা টাকা তুলতে ভিড় জমান। কিছু কিছু এটিএম বুথের সামনেও গ্রাহকদের লাইন দেখা গেছে।
একটি বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সসহ কিছু সেবা সীমিত আকারে চালু করা হয়েছে।
এর আগে, সরকার আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেওয়ার পর ব্যাংক খোলার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গতকাল বলেছিলেন, বুধ ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকের সীমিত সংখ্যক শাখা খোলা রাখা যাবে।
কতগুলো শাখা খোলা থাকবে এবং কোন কোন শাখা খোলা থাকবে তা ব্যাংকগুলো ঠিক করবে।
এই দুদিন বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় খোলা থাকবে।
Comments