শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল।
আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানানো হয়।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে সর্বাত্মকভাবে রয়েছি। সাংগঠনিকভাবে নেই, তবে সর্বাত্মকভাবে রয়েছি। আমরা আজকে ঘোষণা করছি আমরা এখনই বিক্ষোভ মিছিল করব। এ হামলার প্রতিবাদে এবং প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে, রাজাকার বলার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করব।
তিনি বলেন, আগামীকাল সারাদেশে জেলায় জেলায়, মহানগরে, বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলার প্রতিবাদে আমরা কর্মসূচি ইতোমধ্যে গ্রহণ করেছি।
আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন উল্লেখ করে তার নিন্দা জানায় ছাত্রদল। সেইসঙ্গে প্রধানমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানায়।
Comments