পুনর্গঠনের মধ্যে থাকা ব্রাজিলের ‘সময়ের প্রয়োজন’

এবার কোপা আমেরিকায় তরুণদের উপর ভরসা করেছিলো ব্রাজিল। তবে তারা দেখাতে পারেননি আশা। সেমিফাইনালের আগেই বিদায় নেওয়ায় হারের দায়ভার নিচ্ছেন কোচ দরিভাল জুনিয়র।
dorival júnior

ইনজুরির কারণে বেশ অনেকদিন ধরে নেই নেইমার। থিয়াগো সিলভা, কাসেমিরোর মতন অভিজ্ঞরাও বাদ পড়েছেন। এবার কোপা আমেরিকায় তরুণদের উপর ভরসা করেছিলো ব্রাজিল। তবে তারা দেখাতে পারেননি আশা। সেমিফাইনালের আগেই বিদায় নেওয়ায় হারের দায়ভার নিচ্ছেন কোচ দরিভাল জুনিয়র। তিনি মনে করেন ঘুরে দাঁড়াতে সময়ের প্রয়োজন তাদের।

রোববার উরুগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। হারের সঙ্গে খেলার ধরন নিয়ে বেশ প্রশ্নের মুখে পড়েছে ঐতিহ্যবাহী দলটি। ধারহীন ফুটবল সমর্থকদের করেছে বেশি হতাশ। 

নিষেধাজ্ঞা থাকায় কোয়ার্টার ফাইনালে ভিনিসিয়ুস জুনিয়রকে পায়নি ব্রাজিল। খেলানো হয় ১৭ বছরের এন্দ্রিককে। গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসনদের মতন তারকাদেরও স্কোয়াডে রাখেননি দরিভাল।

সব মিলিতে বড় এক পালাবদলের মধ্যে আছে ব্রাজিল। হারের পর সেটাকেই ঢাল করলেন ব্রাজিল কোচ,  'এই দল সংস্কার ও পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। আমি কেবল ৮ ম্যাচ কোচিং করালাম। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। পথচলায় বাধা আসবে। নক আউট ম্যাচে আমরা হেরেছি, যা প্রত্যাশিত ছিলো না।'

ব্রাজিলকে মানুষ শিরোপা জিততে দেখতে চায়। দরিভালও জানেন এটা। এর বাইরে কোন কিছুই সাফল্য হিসেবে বিবেচিত হবে না। শিরোপা জেতার জায়গায় যেতে তিনি আরেকটু সময় চাইলেন,  'আমি মনে করি কোন সংশয় নেই এরকম (কাপ জয়) কিছু অর্জন করতে পারব। সেজন্য আমাদের সময়ের প্রয়োজন। টুর্নামেন্টে শুরুর দিকে সমস্যা ছিলো, পরে আমরা ভুল শোধরানোর পথে গিয়েছি। অল্প সময়ে সব সম্ভব ছিলো না। এখন আমরা অনেক সময় পাব।'

কোপায় ব্যর্থ হওয়ার পর বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ এখন ব্রাজিলের। একমাত্র দল হিসেবে সবগুলো বিশ্বকাপ খেলা ব্রাজিল দক্ষিণ আমেরিকান অঞ্চলে আছে ছয় নম্বরে। আপাতত সেখানে উন্নতির লক্ষ্যে হাঁটবেন বলে জানান কোচ,  'আমাদের বিকশিত হওয়ার জায়গা আছে। আপাতত মূল লক্ষ্য বিশ্বকাপে জায়গা করে নেওয়া। এখন পয়েন্ট তালিকায় ছয়ে আছি, যা নিয়ে একদমই স্বস্তিতে নেই আমরা।'

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

2h ago