ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত অন্তত ৫

গাছের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: স্টার

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৫ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে পাবনা-রাজশাহী সড়কে পাবনা চিনিকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ও আহতদের উদ্ধারে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

নিহতরা হলেন-জিহাদ, বিজয়, শিশির, সিফাত ও শাওন। আহতরা হলেন-শাহেদ ও নাইম।

তাদের সবার বয়স ২০-২২ এবং তাদের বাড়ি ঈশ্বরদীর আজমপুর গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

তিনি জানান, প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

ওসি বলেন, 'গাড়িটি চলাচ্ছিলেন নাইম। তারা কালিকাপুর এলাকার দিকে যাচ্ছিলেন।'

'এটি ছিল নাইমের উবারের গাড়ি। তিনি ঢাকা থেকে নিজ এলাকায় এসে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। তারা ঈশ্বরদী শহর থেকে ফেরার পথে গাড়িটি পাবনা চিনিকলের সামনে দাশুড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়,' বলেন ওসি।

এতে ঘটনাস্থলেই তিনজন এবং ঈশ্বরদী উপজেলা হাসপাতালে দুইজন মারা গেছেন।

আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।   
 

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago