কুমিল্লার আ. লীগ নেতা সফিকুল ইসলাম শিকদার মারা গেছেন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিকদার মারা গেছেন।
গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সফিকুল ইসলামের ছোট ভাই কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
সফিকুল ইসলাম শিকদার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক, কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
৭৫ পরবর্তী সময়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত প্রথম ভিপি তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
সফিকুল ইসলাম শিকদার দীর্ঘদিন রোগাক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি ঢাকায় চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে তাকে কুমিল্লা নিয়ে আসা হয় বলে জানিয়েছে পরিবার।
গতকাল সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে সিডি প্যাথ হাসপাতালে এনে লাইফ সাপোর্ট দেওয়া হয়। রাত পৌনে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের তৃণমূলের সংগঠনকে গড়ে তুলেছিলেন তিনি।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Comments