কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পাঁচজন হলেন, বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া। বাকি দুজনের নাম জানা যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়া অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।'

ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধারের বিষয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা এসে আইনি প্রক্রিয়া শেষ করবেন।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক মোস্তফা কামাল ডেইলি স্টারকে বলেন, 'ট্রেন দুর্ঘটনায় মোট সাতজনের নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। পাঁচজনের পরিচয় পাওয়া গেছে।'

'দুর্ঘটনার পরপর স্বজনরা পাঁচজনের মরদেহ বাড়ি নিয়ে গেছেন। অপর দুজনের নাম-পরিচয় সংগ্রহ করতে তাদের বাড়িতে যাচ্ছি', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

27m ago