কুমিল্লায় বাহারের বাড়ি ভাঙচুর

কুমিল্লা, আ ক ম বাহাউদ্দিন বাহার, আওয়ামী লীগ, বিক্ষুব্ধ ছাত্র-জনতা,
বৃহস্পতিবার রাতে বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লার এই আওয়ামী লীগ নেতার বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এর আগে কান্দিরপাড়ের রামঘাটলা এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করতে ভিড় করেন কিছু ছাত্র-জনতা। পরে তারা আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র-জনতা জানালা ভেঙে বাহারের বাসভবনে প্রবেশের চেষ্টা করে। পরে তারা বাইরে থেকে কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেন।

তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনাসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক আছেন।

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, 'খবর পেয়ে আমরা সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে বিক্ষোভ করছিলেন।'

Comments

The Daily Star  | English

RMG exports to US grow after a gap of two years

Garment shipment to the US increased by 0.75% to $7.34 billion

6h ago