মতিউর, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

মতিউর রহমান ও লায়লা কানিজ লাকি।

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

পরিবারের সদস্যরা হলেন মতিউরের স্ত্রী  ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও তার ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এ আদেশ দেন বলে জানান দুদকের একজন আইজীবী।

দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী এ আবেদন করেন।

আবেদনে দুদক বলে, এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সাবেক সদস্য মতিউর ও তার পরিবারের সদস্যরা দেশ ছাড়ার চেষ্টা করছেন, তাই তাদের বিদেশ যেতে বাধা দিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা উচিত। তাছাড়া তারা বিদেশে অর্থ পাচারেরও চেষ্টা করছেন।

এর আগে তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দুদক।

 

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago