উত্তর সিটির ৩৪, দক্ষিণের ১৬ ওয়ার্ডের কোরবানির বর্জ্য অপসারণ

ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, কোরবানি, কোরবানির বর্জ্য,
কোরবানির বর্জ্য অপসারণ করছেন সিটি করপোরেশনের কর্মীরা। ছবিটি রাজধানীর গ্রিন রোড এলাকা থেকে তোলা। ছবি: স্টার

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের সর্বশেষ তথ্য অনুযায়ী উত্তর সিটির ৩৪টি ওয়ার্ড ও দক্ষিণ সিটির ১৬টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটি পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

উত্তর সিটি করপোরেশনের শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো- ১, ৫, ৭, ৯, ১০, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২৫, ২৭, ২৮, ৩০-৩২, ৩৫-৩৭, ৩৯, ৪৩, ৪৫, ৪৮, ৪৯, ৫২, ৫৪, ৫৬, ৫৭, ৬৯, ৭০-৭৩, ৭৫ নম্বর ওয়ার্ড।

দক্ষিণ সিটি জানিয়েছে, বিকেল পাঁচটার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

ডিএনসিসির শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো- ৩, ৭, ১৫, ১৮, ১৯, ২০, ২৯, ৩১, ৩২, ৩৩, ৩৯, ৪৬, ৪৭, ৪৮, ৫১, এবং ৫৪।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করছেন বলে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Have patience for election

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the government would issue a roadmap to the election as soon decisions on electoral reforms are made.

6h ago