টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে নেপাল অধিয়ানায়ক রোহিত পাউডেল আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচের একাদশে কোন বদল আনেনি বাংলাদেশ।
সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল গ্রাউন্ডে সোমবার বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচটি জিতলে নিশ্চিত হবে শান্তদের সুপার এইট। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে আগের দুই ম্যাচ খেলা ক্রিকেটারদের উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে মাত্র ১ রানে হেরে ইতিহাস গড়তে না পারা নেপাল দেশে ফেরার আগে হারাতে চায় টেস্ট খেলুড়ে একটি দেশ, বাংলাদেশের বিপক্ষে মরিয়া হয়ে নামতে একাদশে এক বদল এনেছে তারা। পেস অলরাউন্ডার কারান কেসির বদলে একাদশে এসেছেন ব্যাটার সন্দীপ জোরা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
নেপাল একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ, রোহিত পাউডেল (অধিনায়ক), অনিল কুমার সাহ, দীপেন্দ্র সিং আইরি,কুশল মাল্লা,গুলশান ঝা, সন্দীপ জোরা, সন্দীপ লামিচানে, অবিনাশ বোহারা,
Comments