বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক

এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া অংশের ৩২ কিলোমিটার সড়কে যানজট নেই
পদ্মা সেতুর টোল প্লাজায় অপেক্ষমান মোটরসাইকেলের সারি। ছবি: স্টার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া অংশের ৩২ কিলোমিটার সড়কে কোথাও যানজট নেই।

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যান চলাচল স্বাভাবিক দেখা যায়। ঢাকা থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঈদে ঘরমুখো মানুষ এ এক্সপ্রেসওয়ে ব্যবহার করে মোটরসাইকেল, কার, মাইক্রোবাস ও বাসে করে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন। 

ছবি: স্টার

এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া অংশের আইনশৃঙ্খলাসহ সার্বিক দায়িত্বে রয়েছেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'গতকাল সকালের দিকে একটু যানজট হয়েছিল। তবে গতকাল দুপুর থেকে এখন পর্যন্ত সড়কে যান চলাচল পুরো স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে সড়কের এই ৩২ কিলোমিটার অংশে ১৫টি স্থানে পুলিশের পোস্ট রয়েছে। তাছাড়া, ভ্রাম্যমাণ পুলিশের দলও টহলে রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা নেই।'

পদ্মা সেতু দিয়েও নির্বিঘ্নে যান চলাচল করছে বলে জানান তিনি।
 

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

4h ago