মামাতো বোনের প্রক্সি দিতে গিয়ে ফুপাতো বোন ধরা
মুন্সিগঞ্জে এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছে ফুপাতো বোন।
আজ মঙ্গলবার মুন্সিগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটেছে।
পরে মূল পরীক্ষার্থী মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেসিয়া আক্তারকে (২০) বহিষ্কার করা হয়।
ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থীর প্রক্সি দিতে এসে তার ফুপাতো বোন সাদিয়া আক্তার (২২) হাতেনাতে আটক করা হয়।
ড. মো. নুরুল ইসলাম বলেন, 'সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেসিয়া আক্তার মূল পরীক্ষার্থী। সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে তাদের পরীক্ষা হচ্ছিল। ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে বোরকা পরা এক পরীক্ষার্থীকে সন্দেহ হয়। পরে যাচাই করে প্রবেশপত্রের ছবির সঙ্গে অমিল পাওয়া যায়। তখন তাকে আটক করা হয়।'
আটক সাদিয়া আক্তার ও মূল পরীক্ষার্থী জেসিয়া আক্তার সম্পর্কে মামাতো-ফুপাতো বোন বলে জানান তিনি।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান ডেইলি স্টারকে বলেন, 'পরীক্ষাকেন্দ্র থেকে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আটক সাদিয়া আক্তারের বিরুদ্ধে আইন অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে।'
Comments