পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৫ কোটি টাকা টোল আদায়
পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড প্রায় পাঁচ কোটি টাকার টোল আদায় হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাত ১২টার পর থেকে গতকাল মঙ্গলবার দিনগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই প্রান্ত মিলিয়ে চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে।
২০২২ সালে ২৬ মার্চে উদ্বোধনের পর থেকে এটিই এখন পর্যন্ত পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায়। এই সময় পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৫ হাজার ২০৪টি যানবাহন। এর আগে গত বছরের ২৭ জুন পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'উভয় প্রান্তে সাতটি করে ১৪টি বুথ দিয়ে টোল আদায় করা হয়। ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৩৩০টি যানবাহন পার হয়। টোল আদায় হয়েছে দুই কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন পার হয়। টোল আদায় হয়েছে দুই কোটি ১৩ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা।'
তিনি আরও জানান, উদ্বোধনের পর থেকে গতকাল ৯ এপ্রিল পর্যন্ত পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে এক হাজার ৪৫৪ কোটি ১৪ লাখ ১২ হাজার ৮০০ টাকা এবং মোট এক কোটি আট লাখ ৫৫ হাজার ৬৬২টি যানবাহন পার হয়েছে।
Comments