ফরিদপুর

ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন স্থগিত করায় শ্রমিকদের ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। ছবি: সংগৃহীত

ফরিদপুরে মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত করার প্রতিবাদে টায়ারে আগুন দিয়ে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ অবরোধ করা হয়।

অবরোধকারীরা সড়কে ইট দিয়ে ও টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ শুরু করেন। এ অবরোধে দুই শতাধিক শ্রমিক অংশ নেন। কোনো ধরনের যানবাহনকে ওই এলাকায় ঢুকতে দেননি তারা। পরে বিকেল পৌনে ৬টায় তারা অবরোধ তুলে নেন।

অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন ওই পথ দিয়ে চলাচলকারী জনগণ। তবে শহর বাইপাস অবরোধমুক্ত থাকায় দূরপাল্লার যানবাহন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

প্রসঙ্গত আগামীকাল শুক্রবার ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে শহরের দক্ষিণ কোমরপুর মহল্লার বাসিন্দা শ্রমিক মো. মাহাবুবউদ্দিন মোল্লা ঢাকার দ্বিতীয় শ্রম আদালতে এ নির্বাচনের এ বিষয়ে আপত্তি জানিয়ে একটি মামলা করেন। এ প্রেক্ষিতে ওই আদালতে চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ গত বুধবার আগামীকাল ৭ জুন অনুষ্ঠেয় নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা দেন। এর প্রতিবাদে শ্রমিকরা এ অবরোধ কর্মসূচি পালন করেছেন।

ফরিদপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক তুহিন লস্কর বলেন, 'অবরোধ চলতে থাকলেও সীমিত পর্যায়ে ওই পথে গাড়ি চলেছে। এ নির্বাচনের নির্বাচন কমিশনার ও শ্রমিক নেতারা জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছেন।'

Comments

The Daily Star  | English

Four reform commission chiefs submit reports to Yunus

They submitted the reports to Yunus at the chief adviser's office in Dhaka's Tejgaon around 11:30am

1h ago