ফরিদপুরে অভ্যন্তরীণ রুটে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক

স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরে জেলার অভ্যন্তরীণ রুটে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।

আজ শনিবার দুপুরে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর বাস মালিক গ্রুপের কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী জানান, জেলার অভ্যন্তরীণ রুটে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হবে। তবে শর্ত হচ্ছে, শিক্ষার্থীকে অবশ্যই তার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক ইস্যু করা হালনাগাদ পরিচয়পত্র দেখাতে হবে।

আগামীকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, 'দুই ঈদের আগে ও পরে ১০ দিন এবং পূজার আগে ও পরে পাঁচদিন এই আদেশ কার্যকর হবে না।'

বৈঠকে সভাপতিত্ব করেন কামরুল ইসলাম সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ, বাস মালিক গ্রুপের সহ-সভাপতি আসাদুর রহমান খান ও মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষ মানিক চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. রাজিবুর রহমান, দপ্তর সম্পাদক খান মো. আবু দাউদ প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন আবরাব নাদিম, সাইফ খান, মেহেদী হাসান, সোহেল খান প্রমুখ।

Comments