তৃতীয় মেয়াদে সব ধরনের দুর্নীতি মূলোৎপাটনে মনোযোগ দেব: মোদি

বিজেপি সদর দপ্তরে ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নরেন্দ্র মোদি। নির্বাচনে বিজয় দাবি করে নরেন্দ্র মোদি বলেছেন, তার দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে। 

আজ মঙ্গলবার রাতে নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন নরেন্দ্র মোদি। তিনি জানান, ভারতের উন্নয়নের জন্য দল নির্বিশেষে সব রাজ্যের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখা হবে।

তার সরকার দুর্নীতি নির্মূলকে অগ্রাধিকার দেবে জানিয়ে মোদি বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে লড়াই দিন দিন কঠিন হয়ে উঠছে। রাজনৈতিক স্বার্থে দুর্নীতিকে নির্লজ্জভাবে মহিমান্বিত করা হচ্ছে। আমাদের তৃতীয় মেয়াদে, এনডিএ সব ধরনের দুর্নীতির মূলোৎপাটনে অনেক বেশি মনোযোগ দেবে।' 

ছয় দশক পর প্রথমবারের মতো ভারতে কোনো সরকার তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছে বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, '১৯৬২ সালের পর এই প্রথম কোনো সরকার দুবার পূর্ণ মেয়াদ শেষ করার পর টানা তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করছে। ছয় দশক পর 'নতুন ইতিহাস' তৈরি হচ্ছে।' 

বক্তব্যে মোদি আশ্বাস দিয়েছেন যে ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্য অর্জনে তার সরকার সব রাজ্যের সঙ্গে কাজ করবে।

বক্তব্যে বিশেষভাবে ওডিশা রাজ্যে ভালো ফলের কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদি। সেখানে এই প্রথম তারা সরকার গঠন করবে। ওই রাজ্যে লোকসভা ভোটেও ভালো করেছে বিজেপি।

২০২২ সালে মায়ের মৃত্যুর পর এটিই ছিল নরেন্দ্র মোদির প্রথম নির্বাচন। বক্তব্যে বিষয়টিও তুলে ধরেন তিনি। এছাড়া নারী ভোটারদের রেকর্ড-ব্রেকিং অংশগ্রহণ ও আশীর্বাদের জন্য ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি।

ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত ৪৩৪টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৮৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩২টি, তৃণমূল কংগ্রেস ২২টি, জনতা দল (জেডি-ইউ) ১১টি, ডিএমকে আটটি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) আটটি, শিবসেনা (উদ্ভব) ছয়টি, শিবসেনা (এসএইচএস) ছয়টি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) চারটি ও সিপিআই (এম) চারটি আসনে জয় পেয়েছে।

 

Comments

The Daily Star  | English

Can Bangladesh fend off Vietnam in RMG race?

Bangladesh's limited trade diplomacy, coupled with its slower shift towards value-added production, could allow Vietnam to surpass it in global rankings

9h ago