মৌলভীবাজারে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গোগালিছড়া নদীর বাঁধ দুই জায়গায় ভেঙে গিয়ে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
কুলাউড়ার গাজীপুর এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢল নেমে আসায় এলাকার সড়কটি ভেঙে যায়। ভেঙে যাওয়া জায়গাটি দিয়ে প্রবলবেগে পানি ঢুকছে। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় আমরা আমাদের কাপড়চোপড় ও ঘরে থাকা মালপত্র খাটের উপর রেখেছি।
তিনি বলেন, রাতে যদি বৃষ্টি হয় তাহলে আর বাড়িতে থাকা যাবে না। আমরা পরিবারের পাঁচ জন বড় বিপদে আছি।
একই গ্ৰামের তামজিদ আলী জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ের পানি নেমে আসায় দেরিতে লাগানো বোরোর জমির ফসল তলিয়ে গেছে।
কুলাউড়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত তা চলে। এতে পাহাড়ি ঢলে মঙ্গলবার সকালে গোগালিছড়া নদীর বাঁধ জয়চণ্ডীর গাজীপুর দাখিল মাদ্রাসার কাছে এবং কুলাউড়া সদর ইউনিয়নের একটি এলাকায় ভেঙে যায়। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে জয়চণ্ডী ও সদর ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
ইউএনও মো. মহিউদ্দিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, বন্যাদুর্গত মানুষের তালিকা করতে ইতিমধ্যে বলা হয়েছে। তালিকা পাওয়ার পর দ্রুত ত্রাণ দেওয়া হবে।
Comments