ঘূর্ণিঝড় ‘রিমাল’ নিম্নচাপ আকারে মানিকগঞ্জে, বুধবার থেকে তাপমাত্রা বাড়বে

ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকাসহ সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। ২৭ মে ২০২৪। ছবি: স্টার

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় 'রিমাল' গতকাল সন্ধ্যায় দেশের উপকূলে আঘাত হানে এবং উত্তর দিকের স্থলভাগে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে। 

পরে এটি যশোর ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করে।

আজ সোমবার এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আকারে আজ সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যায় মানিকগঞ্জে নিম্নচাপ আকারে অবস্থান করে।'

এই আবহাওয়াবিদ বলেন, 'আগামীকালও এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। পরশু থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।'

আজ সন্ধ্যায় থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা ২-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

 

Comments

The Daily Star  | English

National polls: BNP to keep pressing govt for roadmap

Despite government assurance of polls by December, the BNP would be pushing for prompt announcement of the election roadmap as it believes a quarter is out to delay the polls.

5h ago