ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক প্রকাশ

ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ানসহ সব আরোহী মারা গেছেন। মৃত্যু সংবাদ নিশ্চিতের পর সারা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্বনেতাদের কাছ থেকে আসছে শোকবার্তা।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

মিশর

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এক আনুষ্ঠানিক বার্তায় বলেন, 'রোববারের মর্মান্তিক দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষ কূটনীতিকের মৃত্যুতে মিশর গভীর শোক প্রকাশ করছে।'

রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে একজন 'অসামান্য রাজনীতিবিদ' হিসেবে আখ্যায়িত করেন এবং হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যুকে 'অপূরণীয় ক্ষতি' বলে অভিহিত করেন।

পুতিন বলেন, 'রাইসি ছিলেন একজন অসামান্য রাজনীতিবিদ যিনি তার সারা জীবন নিজ মাতৃভূমির সেবায় উৎসর্গ করেছেন। রাশিয়ার প্রকৃত বন্ধু হিসেবে আমাদের দুই দেশের মধ্যে প্রতিবেশীসুলভ ভালো সম্পর্ক গড়ে তুলতে তার অমূল্য ব্যক্তিগত অবদান রয়েছে।'

চীন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, 'হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যু ইরানের জনগণের জন্য বড় ক্ষতি। চীনের জনগণ ভালো একজন বন্ধু হারাল।'

চীনের প্রেসিডেন্টের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা শোক প্রকাশ করে বলেন, 'এটা একটি অচিন্তনীয় মর্মান্তিক ঘটনা, যা একটি দেশের অসাধারণ নেতার জীবন কেড়ে নিয়েছে—যে দেশটির সঙ্গে দক্ষিণ আফ্রিকার বলিষ্ঠ দ্বি-পাক্ষিক সম্পর্কও রয়েছে।'

তুরস্ক

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান বলেন, তুরস্ক, 'ইরানের মানুষ আমাদের বন্ধু ও ভাইয়ের মতো; আমরা তাদের সঙ্গে এই দুঃখ ভাগ করে নিতে চাই।'

সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ঘনিষ্ঠ মিত্র তেহরানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এক দশকের বেশি সময়ের গৃহযুদ্ধে তাকে সমর্থন দেয় তেহরান।

সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, 'আসাদ ইরানে নিহত নেতাদের পরিবারের সদস্য ও অন্যান্য বন্ধুদের সঙ্গে সিরিয়ার একাত্মতা আবারও প্রকাশ করেছেন।'

'আমরা সিরিয়া ও ইরানের কৌশলগত সম্পর্কের উন্নয়নে প্রয়াত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছি', বিবৃতিতে আরও বলা হয়।

কাতার

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি বলেন, 'ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর শোক প্রকাশ করছি।'

ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান তিনি এই সংবাদে 'গভীর শোক অনুভব করছেন'।

'ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক বলিষ্ঠ করায় তার অবদানকে আমরা সব সময় মনে রাখব', যোগ করেন মোদি।

'ইরানের এই শোকের সময়ে ভারত তাদের পাশেই থাকবে', বলেন মোদি।

পাকিস্তান

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে শেহবাজ বলেন, 'ইরানের সঙ্গে ভ্রাতৃসুলভ একাত্মতা প্রকাশ ও প্রেসিডেন্ট রাইসি ও তার সহযাত্রীদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশে পাকিস্তানে এক দিনের শোক দিবস পালন করা হবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।'

তিনি আরও বলেন, 'এক মাসেরও কম সময় আগে পাকিস্তানে এক ঐতিহাসিক সফরে এসেছিলেন প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদোল্লাহিয়ান। তারা পাকিস্তানের ভালো বন্ধু ছিলেন।'

বিশ্বনেতাদের পাশাপাশি ইরানের সমর্থনপুষ্ট কিছু সশস্ত্র সংগঠনও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

হামাস

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস এক বিবৃতিতে বলেছে, 'ইরানের জনগণ আমাদের ভাইয়ের মতো; তাদের দু:খ-বেদনার অনুভূতির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।'

'যারা নিহত হয়েছেন, তারা ইরানের সেরা নেতাদের অন্যতম এবং তারা ইরানের পুনর্জাগরণে বড় ভূমিকা রেখেছেন', যোগ করে হামাস।

হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, 'রাইসি আমাদের লক্ষ্যগুলোর বলিষ্ঠ সমর্থক ও সুরক্ষাদাতা ছিলেন।'

'লেবাননের হিজবুল্লাহ গভীর শোক প্রকাশ করছে', এক বিবৃতিতে হিজবুল্লাহ এই তথ্য জানায়। 'হিজবুল্লাহ দীর্ঘ সময় ধরে রাইসির সঙ্গে ঘনিষ্ঠ ছিল', উল্লেখ করে দলটি।

হুতি

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সুপ্রিম রেভোল্যুশনারি কমিটির প্রধান মোহাম্মেদ আলি আল-হুতি রাইসির মৃত্যুসংবাদ প্রসঙ্গে বলেন, 'ইরানের জনগণ, নেতৃবৃন্দ এবং প্রেসিডেন্ট রাইসি ও তার সফরসঙ্গীদের পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।'

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

1h ago