ইসরায়েলের ধ্বংস আমরা একসঙ্গেই দেখব: আলি খামেনিকে হামাসপ্রধান হানিয়ে

বুধবার হামাস নেতা ইসমাইল হানিয়ে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনির সঙ্গে দেখা করেন। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অংশ নিতে হামাসের প্রতিনিধি হিসেবে তেহরানে এসেছেন হানিয়ে।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। 

ইরানের শীর্ষ নেতার কার্যালয়ে আয়োজিত বৈঠকে আলি খামেনি হামাসপ্রধানকে বলেন, 'জাওনিস্টদের ধ্বংস করার বেহেশতি অঙ্গীকার একদিন পূরণ হবে এবং আমরা সেই দিনটি দেখব, যেদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে উঠবে ফিলিস্তিন।'

হামাসের পলিটব্যুরো প্রধান জবাবে বলেন, 'ইনশাআল্লাহ্‌ আমরা সে দিনটি এক সঙ্গেই দেখব।'

ইরানের নেতা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইসরায়েলি আগ্রাসনবিরোধী আন্দোলন নিয়েও মন্তব্য করেন।

খামেনি বলেন, 'কে জানত যে একদিন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে শ্লোগান দেওয়া হবে এবং সেখানে ফিলিস্তিনি পতাকা ওড়ানো হবে?'

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ফাইল ছবি: রয়টার্স
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ফাইল ছবি: রয়টার্স

'কে জানত যে একদিন জাপানে ফিলিস্তিনের পক্ষে ফার্সি ভাষায় রব উঠবে, ইসরায়েলকে ধ্বংস কর', যোগ করেন তিনি। 

খামেনির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস।

এর আগে ইসমাইল হানিয়ে ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ'র উপ-নেতা নাঈম কাশেম ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধির প্রয়াত প্রেসিডেন্টের জানাজায় অংশ নেন।

হামাস নেতা ইসমাইল হানিয়ে (বাঁয়ে) ও ইয়াহিয়া সিনওয়ার। ছবি: এএফপি
হামাস নেতা ইসমাইল হানিয়ে (বাঁয়ে) ও ইয়াহিয়া সিনওয়ার। ছবি: এএফপি

হানিয়া উপস্থিত জনতার উদ্দেশে বলেন, 'আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ নিয়ে, গাজায় (ইসরায়েলি) আগ্রাসনের  বিরোধিতাকারীদের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছি……শোক প্রকাশের উদ্দেশ্যে।'

জবাবে উপস্থিত জনতা বলে ওঠে, 'ইসরায়েল ধ্বংস হোক।'

'আমি আবারও বলছি। আমি নিশ্চিত ইরান ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে', যোগ করেন তিনি।

হানিয়ে আরও জানান, গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পর আলি খামেনি মন্তব্য করেছিলেন, 'জাওনিস্টদের হৃদয়ে ভূকম্পন তৈরি হয়েছে'।

ইরান আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। হামাসের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে।

৭ অক্টোবরের হামলার তিন দিন পর আলি খামেনি বলেছিলেন, 'ইসরায়েল ৭ অক্টোবরের পরাজয় থেকে ঘুরে দাঁড়াতে পারবে না।'

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after several years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

1h ago