ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার

ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার
২০ মে ইরানের রেড ক্রিসেন্টের রিলিজ করা ভিডিও থেকে নেওয়া স্ক্রিণশটে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। ছবি: এএফপি

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

রেড ক্রিসেন্ট প্রধান পির-হোসেন কোলিভান্দ রাষ্ট্রীয় টিভিকে জানান, 'আমরা নিহতদের মরদেহ তাবরিজে স্থানান্তরের কাজ শুরু করেছি'।

'উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে', যোগ করেন তিনি।

কোলিভান্দ আরও জানান, গতকাল থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে থাকলেও বৈরি আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হয়।

 

Comments

The Daily Star  | English

‘Salma was killed by tenant, not her son’

Salma was killed by her “drug peddler” tenant, not by her 19-year-old son, said police yesterday contradicting Rab’s claim.

3h ago