জানুয়ারি-মার্চে আরএকে সিরামিকের মুনাফা কমেছে ৭০ শতাংশ

আরএকে সিরামিকস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই,

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের মুনাফা কমে ৪ কোটি ৭০ লাখ টাকায় দাঁড়িয়েছে। কোম্পানিটির মুনাফা আগের বছরের একই প্রান্তিকের চেয়ে ৭০ শতাংশ কমেছে।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে আরএকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৮৩ পয়সা, যা ২০২৩ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ছিল ১ টাকা ৯৩ পয়সা।

এছাড়া আরএকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য আগের বছরের ১৭ টাকা ২১ পয়সা থেকে সামান্য বেড়ে ১৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

আরএকে সিরামিকস বিশ্বের বৃহত্তম সিরামিক প্রস্তুতকারক কোম্পানিগুলোর একটি। কোম্পানিটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রতিষ্ঠান। গ্রুপটির বার্ষিক টার্নওভার ১ বিলিয়ন ডলার।

কোম্পানিটির সদরদপ্তর সংযুক্ত আরব আমিরাতে এবং ইউরোপ, মধ্য প্রাচ্য, উত্তর আফ্রিকা, এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় অপারেশনাল হাবসহ ১৫০টির বেশি দেশে কাজ করে।

আরএকে সিরামিকের উৎপাদিত পণ্যের মধ্যে আছে- টাইলস, স্যানিটারি ওয়্যার, চীনামাটির বাসন, টেবিলওয়্যার ইত্যাদি। 

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

10h ago