তাপপ্রবাহ: গুলিস্তানে জ্ঞান হারিয়ে একজনের মৃত্যু

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

চলমান তাপপ্রবাহে ঢাকার গুলিস্তানে হাঁটার সময় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ওই ব্যক্তির নাম আলমগীর সিকদার (৫৬)। তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকার বাসিন্দা।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম দ্য ডেইলি স্টারকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তি মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এসআইয়ের ধারণা, তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মারসেলীনা সরকার বলেন, পথচারীরা এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পথচারীরা জানান, ওই ব্যক্তি রাস্তায় পড়েছিলেন। তার মৃত্যু হিট স্ট্রোকে হয়েছে নাকি অন্য কারণে, সেটা ময়নাতদন্তের পর জানা যাবে।

এর আগে গতকাল বিকেলে ঢাকা নার্সিং কলেজের কাছে রিকশা চালানোর সময় এক রিকশাচালক অসুস্থ হয়ে মারা যান।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, current adviser to the interim government, sat down with The Daily Star for a conversation on the nation's most pressing challenges and the path ahead.

12h ago