গুলিস্তানে বিস্ফোরণ: অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশের মামলা, আসামি অজ্ঞাত

গুলিস্তান ভবন
গুলিস্তানে গত ৭ মার্চ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ডিএসসিসি। ছবি: পলাশ খান/স্টার

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণে ২২ জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় মামলা করেছে পুলিশ।

অবহেলাজনিত মৃত্যু অভিযোগে অজ্ঞাত আসামির বিরুদ্ধে বংশাল থানায় এ মামলা করা হয়েছে।

আজ শুক্রবার বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআই পলাশ সাহা বাদী হয়ে গতকাল রাতে এ মামলা করেন।

গত মঙ্গলবার গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ৭ তলা ভবনের বেজমেন্টে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন।

মামলায় কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না ওসি মজিবুর তা নিশ্চিত না করলেও, কয়েকটি অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল পুলিশ জানিয়েছিল।

তারা হলেন, ভবনের মালিক মো. ওয়াহিদুর রহমান (৪৬) ও তার ভাই মো. মতিউর রহমান (৩৬) এবং দোকান মালিক আ. মোতালেব মিন্টু (৩৬)।

নিয়ম না মেনে ভবন নির্মাণ, সুয়ারেজ লাইনের জায়গায় দোকান নির্মাণ ও নিয়মিত এসি পরিষ্কার না করাসহ কয়েকটি অভিযোগে তাদের গ্রেপ্তারের কথা জানানো হয়। 

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

56m ago