আমি যদি নির্বাচিত না হই, তাহলে রক্তবন্যা বয়ে যাবে: ট্রাম্প

ওহাইয়ো অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ওহাইয়ো অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার ওহাইয়ো অঙ্গরাজ্যের এক সমাবেশে বক্তব্য রাখার সময় বলেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দিনটি হবে মার্কিন ইতিহাসের 'সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন'। তিনি এই সমাবেশে আরও জানান, তাকে নির্বাচিত না করা হলে 'রক্তবন্যা' বয়ে যাবে।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

বিশ্লেষকদের মতে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার হোয়াইট হাউসে ফিরে আসার লড়াইকে 'দেশের জন্য মোড় ঘুরিয়ে দেওয়া' ঘটনা হিসেবে চিত্রায়নের চেষ্টা চালাচ্ছেন।

অল্প কয়েকদিন আগেই রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট নির্বাচনে নিজের মনোনয়ন নিশ্চিত করেন ট্রাম্প।

মার্কিন অটোমোবাইল খাতের বিরুদ্ধে হুমকি নিয়ে মন্তব্য করার সময় হঠাত করেই এ কথা বলেন ট্রাম্প। তিনি কোন প্রেক্ষাপটে এ কথা বলেছেন, তা নিশ্চিত ন।

ওহাইয়োর ভ্যানডালিয়ার অনুষ্ঠিত এই সমাবেশে ট্রাম্প (৭৭) বলেন, 'এই তারিখ—এটাকে মনে রাখুন, ৫ নভেম্বর—আমি বিশ্বাস করি এই দিনটি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে।'

এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পার্টির প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিষয়ে বলেন, 'তিনি (বাইডেন) "সবচেয়ে খারাপ" প্রেসিডেন্ট।'

হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণায় জো বাইডেন। ছবি: রয়টার্স
হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণায় জো বাইডেন। ছবি: রয়টার্স

মেক্সিকোতে চীন অটোমোবাইল কারখানা স্থাপন করবে এবং সেখানে গাড়ি নির্মাণ করে তা মার্কিনদের কাছে বিক্রি করবে—এ বিষয়টিকে মার্কিন অটোমোবাইল খাতের প্রতি হুমকি হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, 'আমি যদি নির্বাচিত হই, তাহলে তারা এসব গাড়ি বিক্রি করতে পারবে না।'

'আমি যদি নির্বাচিত না হই, তাহলে সার্বিকভাবে রক্তবন্যা বয়ে যাবে, এবং এটা হবে সবচেয়ে ছোট ঘটনা। সারা দেশেই রক্তবন্যা বয়ে যাবে। এবং এখানেই তা শেষ হবে না। তারা এসব গাড়ি বিক্রি করতে পারবে না।'

২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ট্রাম্প ও বাইডেন দুজনই চলতি মাসের শুরুর দিকে প্রাথমিক বাছাইয়ে (প্রাইমারি ও ককাস) নিজ নিজ দলের যথেষ্টসংখ্যক নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছেন।

এ পরিস্থিতিতে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি থেকে এ দুজনই চূড়ান্ত প্রার্থী হবেন ও ২০২০ সালের নির্বাচনের 'রিম্যাচে' অংশ নেবেন বলে ভাবছেন বিশ্লেষকরা।

 

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago