প্রথম ওয়ানডেতে কোন এগারো জন?
নিউজিল্যান্ড সফরে খেলা সর্বশেষ ওয়ানডে থেকে একাদশ পরিবর্তন নিশ্চিতই। গত সিরিজে না খেলা মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ফিরেছেন। তবে বদল হতে পারে আরও।
বুধবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে। জহুর আহমেদের উইকেট এমনিতেই রান বান্ধব, সেই আভাস আছে এবারও। মঙ্গলবার পর্যন্ত উইকেটে দেখা গেছে প্রচুর ঘাস। তাতে বল খুব ভালোভাবে ব্যাটে আসবে।
যেহেতু উইকেটে মন্থরতা তেমন থাকবে না, একাদশে তিন পেসার খেলানো জরুরি। শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানের খেলা নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে তাসকিন আহমেদ বা তানজিম হাসান সাকিবের একজনকে বেছে নেওয়া হবে। অভিজ্ঞতা ও পারফরম্যান্স বিচারে তাসকিনেরই সহজ বিবেচনায় আসার কথা। কিন্তু সর্বশেষ ওয়ানডেতে ১৪ রানে ৩ উইকেট নিয়ে নিজের দাবিটা জানিয়ে রেখেছেন তানজিম।
তবে সর্বশেষ ম্যাচ হয়েছিল নিউজিল্যান্ডের কন্ডিশনে, নেপিয়ারে। এই বিবেচনায় তাসকিনকে দেখার সম্ভাবনাই বেশি।
বোলিং আক্রমণে তিন পেসারের সঙ্গে স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজ থাকছেনই। আরেকজন স্পিনার হিসেবে তাইজুল ইসলাম নাকি রিশাদ হোসেন? এই প্রশ্ন থাকছে। লঙ্কান ব্যাটিং অর্ডারে ডানহাতি ব্যাটারের সংখ্যা বেশি থাকায় তাইজুলের সম্ভাবনাই বেশি।
নিউজিল্যান্ডে ইনিংস ওপেন করেছিলেন সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। চারে খেলেছিলেন লিটন দাস। এই জায়গাতেও বদল আসার সম্ভাবনা আছে। ছয়জন বিশেষজ্ঞ ব্যাটার খেলালে একজন টপ অর্ডার কমাতেই হবে। নিউজিল্যান্ডে এক ইনিংসে ৪৩ করলেও সেক্ষেত্রে নাম কাটা যাওয়ার সম্ভাবনা বেশি বিজয়েরই।
নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের ইনিংস খেলায় সৌম্য এগিয়ে থাকছেন বিবেচনায়। বিজয় বাদ পড়লে ওপেনিংয়ে ফিরবেন লিটন। সৌম্য-লিটন ওপেন করলে এরপর তিনে অধিনায়ক নামজুল হোসেন শান্ত। সেভাবেই এগুবে ব্যাটিং অর্ডার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
Comments