স্পন্সর ছাড়াই শুরু ডিপিএল, প্রথম দিনে নেমে ব্যর্থ তামিম

Dhaka Premier League 2024

গত বছর পর্যন্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর ছিলো ওয়ালটন। প্রতিষ্ঠানটি এবার দেশের একমাত্র লিস্ট-এ আসরের পৃষ্ঠপোষকতায়। অন্যকোন পৃষ্ঠপোষকও পায়নি বিসিবি। টাইটেল স্পন্সর ছাড়াই সোমবার তিন ভেন্যুতে শুরু হয়েছে ডিপিএল।

প্রথম দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড-পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপির তিন নম্বর মাঠে লড়ছে গাজী টায়ার্স ক্রিকেটার্স ও শেখ জামাল ধানমন্ডি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব খেলছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ফতুল্লায় এই ম্যাচে প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার বিপিএলে সর্বোচ্চ রান করা ব্যাটার ৫০ ওভারের ম্যাচে নেমে রান পাননি।

শাইনপুকুরের বাঁহাতি স্পিনার হাসান মুরাদের বলে আউট হওয়ার আগে ২৬ বলে তিন চারে ১৭ রান করেন তামিম। তামিমের ব্যর্থতার দিনে প্রাইম ব্যাংকও পায়নি জুতসই পুঁজি। ১৯৬ রানে অলআউট হয়েছে তারা। এই রানও এসেছে শেষ উইকেটে নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেনের ৬৯ রানের জুটিতে।

প্রাইম ব্যাংককে ধসিয়ে ৪২ রানে ৪ উইকেট নেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। আরাফাত সানি বাঁহাতি স্পিনে ২৯ রানে নেন ৩ উইকেট। ৪০ রানে ২ উইকেট পান হাসান।

এদিকে আবাহনীর হয়ে মিরপুরে রান পাননি আফিফ হোসেন ও সদ্য শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলে আসা জাকের আলি অনিক। আফিফ ফেরেন প্রথম বলে। জাকের ৩১ বলে আউট হন ২১ রান করে।

শ্রীলঙ্কা সিরিজ থাকায় প্রিমিয়ার লিগের শুরুর দিকে খেলছেন না জাতীয় দলের তিন সংস্করণের নিয়মিত ক্রিকেটার। তবে সাকিব আল হাসান, তামিম ইকবালদের শুরু থেকেই প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে।

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

57m ago