প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলকে অ্যান্ডারসন 

James Anderson

শুবমান গিলের উইকেট নিয়ে আগের দিনই মাইলফলকের কিনারে চলে এসেছিলেন জেমস অ্যান্ডারসন। শনিবার তৃতীয় দিনের সকালে ৪১ পেরুনো পেসার স্পর্শ করলেন অনন্য চূড়া। প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট হয়ে গেল ইংল্যান্ডের পেসারের।

কুলদীপ যাদবকে দিনের চতুর্থ ওভারের চতুর্থ বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন অ্যান্ডারসন। কুলদীপ পুশ করতে গিয়ে আউটসাইড এজড হয়ে ক্যাচ দেন কিপারের গ্লাভসে। অ্যান্ডারসনকে ঘিরে আনন্দে মেতে উঠে গোটা ইংল্যান্ড দল।

অ্যান্ডারসনে আগে ৭০০ উইকেট পেয়েছেন আর কেবল দুজন। সেই দুজনই স্পিনার। ৮০০ উইকেট নিয়ে একদম চূড়ায় শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে দুইয়ে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।

৭০০ উইকেট পেতে অ্যান্ডারসনের লাগল ১৮৭ টেস্ট ও ৩৪৮ ইনিংস।  টেস্টে অ্যান্ডারসনের ৭০০ উইকেট পাওয়া পেসারদের জন্য অনুপ্রেরণার। আর কোন পেসার যেখানে ৬০০ উইকেটও নিতে পারেননি (দ্বিতীয় গ্লেন ম্যাকগ্রা ৫৬৩)। সেখানে অ্যান্ডারসন গড়লেন নতুন ইতিহাস।

২০০৩ সালের মে মাসে টেস্ট অভিষেকে ৫ উইকেট নিয়ে শুরু করেছিলেন ডানহাতি পেসার। এরপর প্রতিটি পঞ্জিকা বর্ষে আছে তার উইকেট।  বয়স ৪১ পেরিয়ে গেলেও খেলে চলেছেন। টানা ২১ বছর ধরে টেস্টে উইকেট নিয়ে যাচ্ছেন ইংলিশ পেসার।

অ্যান্ডারসনের ইতিহাসের দিনে ধর্মশালা টেস্টে ভারত অবশ্য শক্ত অবস্থানে। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২১৮ রানে গুটিয়ে যাওয়ার পর ৪৭৭ করে থেমেছে ভারত। অফ স্পিনার শোয়েব বশির ১৭৩ রানে ৫ উইকেট নিয়ে মুড়ে দেন স্বাগতিক ইনিংস। অ্যান্ডারসন ৬০ রানে পান ২ উইকেট। এছাড়া টম হার্টলি ১২৬ রানে ২ ও বেন স্টোকস ১৭ রানে পান ১ উইকেট।

Comments

The Daily Star  | English

65pc of suicide victims among students are teens: survey

Teenagers (aged 13-19) made up 65.7% of 310 students who died by suicide in 2024, according to a survey by Aachol Foundation.

1h ago