‘গত আগস্টে তুলে নিয়ে যায়, এখনও নিখোঁজ’
গত বছরের ২৯ আগস্ট থেকে রহমত উল্লাহ নামে ২০ বছর বয়সী এক যুবককে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে রহমত উল্লাহর মা মমতাজ বেগম অভিযোগ করেন, তার ছেলেকে মধ্যরাতে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন সিভিল পোশাকে তুলে নিয়ে যায়।
'আমার ছেলে চার দিন ধরে জ্বরে ভুগছিল। ও বিছানায় আমার পাশেই শুয়েছিল। জ্বর কমানোর জন্য তার মাথায় পানি ঢেলে দিয়েছিলাম। তখনই তারা এসে তাকে নিয়ে যায়,' বলেন মমতাজ।
তাদের বাড়ি ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে।
তিন সন্তানের মধ্যে রহমত ছিলেন সবার ছোট। মমতাজ বেগমের স্বামী মারা গেছেন।
'আমার প্রতিবেশীরা জানিয়েছিল যে আমাদের বাড়ি কালো ইউনিফর্ম পরা অস্ত্রধারীরা ঘিরে রেখেছে। যখন তারা তাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিল, তখন তারা তাকে একটি মাইক্রোবাসে তুলেছিল এবং র্যাবের একটি কালো গাড়ি পাশে দাঁড়িয়েছিল,' তিনি বলেন।
রহমতের বোন রাজিয়া দাবি করেন, গাড়িতে লেখা ছিল র্যাব-৪।
তিনি বলেন, তার ভাই কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না এবং স্কুল শেষ করেছিল। ইলেকট্রিশিয়ান হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিল রহমত উল্লাহ।
Comments