বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নেওয়ার অভিযোগ

শামসুজ্জামান দুদু। ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে রোববার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার একটি বাসা থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার দাবি করেছেন, ১৫-২০ জনের সাদা পোশাকের একটি দল নিজেদেরকে পুলিশের গোয়েন্দা (ডিবি) পরিচয় দিয়ে শামসুজ্জামান দুদুকে তুলে নিয়ে গেছেন।

তিনি জানান, শামসুজ্জামান দুদুর ভাতিজা হাসনাত আশরাফ রবিনকেও তুলে নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Operation Devil Hunt: 343 more arrested

With these latest arrests, the total number of people detained across the country in the last two days stands at 2,829

22m ago