বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সংযোগ সড়কে ট্রাকের চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আনোয়ার পারভেজ (৪৫)। তিনি আনোয়ারা উপজেলার পাড়ইকোড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহম্মদের ছেলে। কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) কর্ণফুলী সুতা ইন্ডাস্ট্রি নামে একটি কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন পারভেজ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে টানেল সংযোগ সড়কের আনোয়ারা প্রান্তে এ ঘটনা ঘটে। পারভেজ সাইকেলে করে অফিসে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, পুলিশ বা স্থানীয়রা কেউই এখন পর্যন্ত ট্রাকটি শনাক্ত করতে পারেনি। টানেল কর্তৃপক্ষের সহায়তায় ট্রাকটি শনাক্ত করার কাজ করছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত পারভেজের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে আবু সায়েম (১০) স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবার মৃত্যুর খবর শুনে সায়েম ঘটনাস্থলে ছুটে যায় এবং বাবার জন্য আহাজারি করতে দেখা যায়।
 

Comments

The Daily Star  | English

Bangabandhu's Dhanmondi-32 residence being vandalised

Protesters stormed and vandalised the Dhanmondi-32 residence of Bangabandhu Sheikh Mujibur Rahman tonight following social media announcements of a "Bulldozer Procession"

2h ago