দ. কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ দুর্ঘটনা: দুজন বাদে সবাই নিহত

দুর্ঘটনায় বিধ্বস্ত উড়োজাহাজটি। ছবি: এএফপি

দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন আরোহী নিয়ে যাত্রা করা জেজু এয়ারের উড়োজাহাজটির দুজন ক্রু বাদে ১৭৯ জনই নিহত হয়েছেন।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ভোরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মুয়ানের উদ্দেশে রওনা হয় উড়োজাহাজটি। স্থানীয় সময় নয়টার দিকে এটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে ধাক্কা খায়।

প্রাথমিকভাবে পাখির সঙ্গে ধাক্কা লাগা ও বৈরী আবহাওয়াকে এই দুর্ঘটনার কারণ বলে অভিহিত করেছে ফায়ার সার্ভিস।

জীবিত উদ্ধার হওয়া দুই ক্রু সদস্য উড়োজাহাজের পেছন দিকে থাকায় রক্ষা পেয়েছেন বলে জানা যায়।

দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় একে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা বলে আখ্যায়িত করেছে।

মুয়ানের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে বলা হয়, 'উড়োজাহাজের বেশিরভাগ অংশ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং নিহতদের পরিচয় জানা বেশ কঠিন হয়ে পড়েছে। আমরা তাদের মরদেহ চিহ্নিত করে উদ্ধার করছি। এতে অনেক সময় লাগছে।'

'দেওয়ালের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আরোহীরা উড়োজাহাজ থেকে ছিটকে বাইরে পড়ে যান। যার ফলে কারও জীবিত থাকার সম্ভাবনা খুবই কম।'

Comments

The Daily Star  | English
foreign ministry logo.

'Unexpected and unwanted'

The statement comes after Indian MEA spokesperson made a remark regarding the destruction of the Bangabandhu Memorial Museum on Dhanmondi 32 on February 5

22m ago