যশোরে ট্রাকচাপায় নিহত ২, চালক আটক

নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে চাপা দিয়ে ট্রাকটি পাশের খাদে পরে যায়। ছবি: সংগৃহীত

বেনাপোল-যশোর মহাসড়কের নাভারন ফরেস্ট অফিসের সামনে ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন—শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের বাসিন্দা ও নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬০) এবং নাভারন কলোনির বাসিন্দা ও জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশপ্রহরী আলি বক্স (৬৫)।

স্থানীয়রা জানান, তারা দুজনেই নাভারন ফরেস্ট অফিসের সামনের এলাকায় বসবাস করতেন। আজ ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় বেনাপোলগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নাভারন হাইওয়ে থানার এসআই জয়ন্ত কুমার বসু বলেন, 'পণ্যবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তাদের চাপা দিয়ে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পরে উল্টো যায়।'

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এসআই জয়ন্ত জানান, 'ট্রাকের চালককে আমরা আটক করেছি, কিন্তু হেল্পার পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Students block Mirpur Road demanding merit-based admissions

Students of Mohammadpur Residential School and College took to the street, causing gridlock on both sides of the road

1h ago