‘মান’ ও ‘গণতন্ত্রহীনতায়’ জাকির তালুকদার ফিরিয়ে দিলেন বাংলা একাডেমি পুরস্কার

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমির গণতন্ত্রহীনতা ও লেখকদের নিয়ে তামাসার অভিযোগ এনে বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। কথাসাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে তিনি এ পুরস্কার পেয়েছিলেন। 

আজ রোববার পুরস্কারের অর্থ ও সম্মাননা স্মারক নাটোর থেকে কুরিয়ারের মাধ্যমে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর ফেরত পাঠান। দ্য ডেইলি স্টারকে জাকির তালুকদার নিজেই এ তথ্য জানিয়ে বলছেন, বাংলা একাডেমিতে এখন গণতন্ত্রহীনতা, আমলাতান্ত্রিকতা জটিলতায় আক্রান্ত।'

এক  প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, 'আমি মনে করি ২৫ বছর ধরে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন না করে ইচ্ছেমতো একাডেমি চালানোর জন্য বাংলা একাডেমি সচেতন মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর এমন প্রতিষ্ঠানের গুরুত্ব কমে গেলে পুরস্কারের মর্যাদা থাকে না। তাই এই পুরস্কার এখন আমার কাছে অর্থহীন, দিনে দিনে বোঝা বলে মনে হচ্ছে।'

জাকির তালুকদার জানান, সবকিছু ফেরত পাঠানোর সঙ্গে একটি চিঠিও তিনি দিয়েছেন। যেখানে পুরস্কার ফেরত দেওয়ার কারণ উল্লেখ আছে।

তিনি ১৯৬৫ সালের ২০ জানুয়ারি নাটোরে জন্মগ্রহণ করেন। কথাসাহিত্যিক জাকির তালুকদারের ২৪টির বেশি সাহিত্যকর্ম আছে। এর মধ্যে 'কুরসিনামা', 'মুসলমানমঙ্গল', 'কবি ও কামিনী', 'ছায়াবাস্তব', 'কল্পনা চাকমা ও রাজার সেপাই', 'পিতৃগণ' তাঁর উল্লেখযোগ্য।

জাকির তালুকদারের পুরস্কার ফেরত দেওয়া প্রসঙ্গে বাংলা একাডেমির সচিব ড. মো. হাসান কবীর (অতিরিক্ত দায়িত্ব) বলেন, আমি ফেসবুকে দেখেছি, এখনো আমাদের হাতে আসেনি।' 

জাকির তালুকদার তার 'মুসলমানমঙ্গল' গ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ১০ বছর পর তিনি এটি ফেরত দিলেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

49m ago