কুড়িগ্রামে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে পিতা-পুত্র নিহত

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছেন।

রোববার সকালে ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভুরুঙ্গামারী উপজেলার কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম (৫০) ও তার ছেলে বিপ্লব হাসান (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিপ্লব ও তার বাবা শহিদুল মোটরসাইকেলযোগে উপজেলা শহর থেকে কচাকাটায় বাড়িতে যাচ্ছিলেন। পাটেশ্বরী এলাকায় নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে শহিদুল ও বিপ্লব গুরুতর আহত হন এবং তাদের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় তাদের দুজনকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, 'ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ নসিমনটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।'

Comments

The Daily Star  | English

5 dead bodies recovered from launch in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

18m ago