কুড়িগ্রাম সীমান্তে ভারত থেকে আসা ৫ শটগান ও গুলি জব্দ

কুড়িগ্রাম সীমান্তে উদ্ধার করা অস্ত্র ও গুলি। ছবি: স্টার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা পাঁচটি শটগান ও গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আজ রাত দেড়টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দিয়াডাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৮৫ এর সাব পিলার ৩-এর পাশ থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করে দিয়াডাঙ্গা ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব-উল হক।

বিজিবি জানায়, রাতে মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারত থেকে বাংলাদেশ ঢোকা চোরাকারবারিদের ধাওয়া করে। চোরাকারবারি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যান। বিজিবি সদস্যরা আগ্নেয়াস্ত্র, গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করেন।

লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাকারবারিরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

11h ago