গোপালগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ স্কুলশিক্ষার্থী নিহত

Gopalganj
স্টার অনলাইন গ্রাফিক্স

গোপালগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।

নিহতরা হলো—গোপালগঞ্জ সদর উপজেলার ইছাখালী গ্রামের বাবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৫) এবং পলাশ শেখের ছেলে মাহিন শেখ (১৬)।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার দুর্গাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাঁধন খালিয়া ইউনাইটেড একাডেমির নবম শ্রেণির এবং মাহিন পাচুড়িয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

পলাশ শেখ জানান, মাহিন তার চাচার মোটরসাইকেল নিয়ে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। পরে তারা স্থানীয়দের থেকে দুর্ঘটনায় মাহিন ও তার বন্ধুর মারা যাওয়ার খবর পান।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজাদুর রহমান জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English
rise of foreign investment in Bangladesh

Bangladesh draws growing attention of foreign investors

Says Uber official in an interview with The Daily Star

12h ago