ফানুস-আতশবাজির ব্যবহার বন্ধে নিষ্ক্রিয়তা প্রশ্নে হাইকোর্টের রুল

আতশবাজি ফুটিয়ে উদযাপন। ছবি: আরাফাত সেতু/স্টার

দেশে বিভিন্ন উৎসব  উদযাপনে ফানুস ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও দিয়েছেন আদালত।

কয়েকটি মানবাধিকার সংস্থার করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

রুলে আতশবাজি ও ফানুসের বেআইনি ব্যবহার ও ক্ষতি কমাতে কেন বিকল্প নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হবে না, তার কারণ দর্শাতে বলেছেন হাইকোর্ট।

আবেদনকারীদের আইনজীবী শেখ রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফানুস ও আতশবাজিতে বিস্ফোরক দ্রব্যের ব্যবহারের কারণে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটে, পাখি মারা যায় এবং পরিবেশের ক্ষতি হয়। দেশে এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু সেসব আইনের যথাযথ প্রয়োগ হয় না।'

আজ শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

Comments

The Daily Star  | English

Consensus key to take Bangladesh forward: Yunus

"We are now working to bring our beloved Bangladesh back onto the path of equality, human dignity, and justice," he said

2h ago