ফিলিপাইনে আতশবাজি গুদামে বিস্ফোরণে নিহত ৫

ফিলিপাইনের আতশবাজি গুদামে বিস্ফোরনে পাঁচ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
ফিলিপাইনের আতশবাজি গুদামে বিস্ফোরনে পাঁচ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি আতশবাজি গুদামে বিস্ফোরণের ঘটনায় চার বছরের শিশুসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

আজ রোববার জরুরি সেবাদাতাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

শনিবার বিকেলে বিস্ফোরণের দমকে কেঁপে ওঠে জামবোয়াঙ্গা শহর।

এই বিস্ফোরণের ফলে মাটিতে একটি বিশাল আকারের গর্ত সৃষ্টি হয়েছে। এতে আশেপাশে ভবন থেকে ধ্বসে পড়া পাথর ও অন্যান্য সামগ্রী জমা হয়েছে। বিস্ফোরণ থেকে বড় আকারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এএফপিকে এসব তথ্য জানিয়েছেন দমকল বাহিনীর তদন্তকারী কর্মকর্তা লুইজি চ্যান।

গুদামের চার কর্মী ও এক কর্মীর চার বছর বয়সী ছেলে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন চ্যান।

শহরটির দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছে, আরও ৩৮ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। এই বিস্ফোরণের ফলে ২০ মিটার (৬৬ ফুট) দীর্ঘ গর্ত

চ্যান এএফপিকে বলেন, 'খুব সম্ভবত গুদামে সংরক্ষিত আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।'

তিনি জানান, প্রায় তিন হাজার বর্গমিটার জায়গা জুড়ে বিস্ফোরণ ঘটে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

20m ago