শিরিন শিলার নায়িকা হওয়ার গল্প

শিরিন শিলা
শিরিন শিলা। ছবি: সংগৃহীত

শিরিন শিলা বেশ কয়েক বছর ধরে ঢাকাই সিনেমায় অভিনয় করছেন। এ পর্যন্ত তার অভিনীত দশটি সিনেমা মুক্তি পেয়েছে। নতুন বছরের ১৯ জানুয়ারি তার 'শেষ বাজি' সিনেমাটি মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান।

সম্প্রতি 'শেষ বাজি' সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। দর্শকরা ট্রেলারটি বেশ পছন্দ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তা দেখা গেছে।

'শেষ বাজি' সিনেমায় শিরিন শিলার বিপরীতে নায়ক হিসেবে আছেন সাইমন সাদিক। এটি মূলত জুয়ার গল্প নিয়ে। জুয়া খেলতে খেলতে কেউ নিঃস্ব হয়ে যায়, আবার কেউ জয়ী হয়। সেই সঙ্গে পরিবারের কথাও উঠে এসেছে। শিরিন শিলা একজন আইনজীবীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

শিরিন শিলা বলেন, `শেষ বাজি সিনেমার গল্পটি সত্যিই অন্যরকম। আমার খুব ভালো লেগেছে অভিনয় করে। এই সিনেমার মধ্যে দিয়ে নায়ক সাইমনের বিপরীতে প্রথম অভিনয় করেছি।'

শিরিন শিলা
শিরিন শিলা। ছবি: সংগৃহীত

দর্শকদের কাছ থেকে কতটা প্রত্যাশা করছেন শেষ বাজি সিনেমা নিয়ে জানতে চাইলে শিরিন শিলা বলেন, 'অসম্ভব আশাবাদী আমি। অনেক বেশি আশাবাদী। দর্শকরা ভালো গল্প চায়, সুন্দর মেকিং চায়। আর চায় ভালো অভিনয়। সবগুলোই এই সিনেমায় আছে।'

এক প্রশ্নের জবাবে শিরিন শিলা বলেন, 'আমরা সবাই চেষ্টা করেছি সিনেমাটি ভালো করার জন্য। শতভাগ চেষ্টা করেছি। আমার বিশ্বাস সবার চেষ্টার ফল হিসেবে শেষ বাজি দর্শকদের ভালোবাসায় সিক্ত হবে।'

এদিকে নতুন সিনেমা শেষ বাজি ছাড়াও অর্ধ ডজন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে শিরিন শিলার। তা ছাড়া নতুন বছরে দুটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

তিনি বলেন, 'করোনার কারণে কয়েকটি সিনেমা মুক্তি পায়নি। আশা করছি চলতি বছরে এক এক করে সেগুলো মুক্তি পাবে। পাশাপাশি দুটি নতুন সিনেমার শুটিং করব।'

সিনেমা নিয়ে স্বপ্নের কথা জানতে চাইলে শিরিন শিলা বলেন, 'ঢাকাই সিনেমায় প্রতিষ্ঠিত একজন শিল্পী হতে চাই। এক নামে সবাই চিনবে এমন কিছু সিনেমা করে যেতে চাই। অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে চাই।'

নায়িকা হওয়ার গল্পটা কেমন জানতে চাইলে শিরিন শিলা বলেন, 'ছোটবেলা থেকেই নাচ করতাম। তারপর ছাত্রজীবনে মঞ্চের সঙ্গে জড়িত হই। একসময়  মায়ের ইচ্ছেতে সিনেমায় কাজ শুরু করি। মায়ের খুব ইচ্ছে ছিল আমি সিনেমা করি। তার স্বপ্ন পূরণ এবং আমার নিজের ইচ্ছেও হয় একসময়, এভাবেই সিনেমায় অভিনয় শুরু করি।'

শোবিজ জগতটা কেমন লাগে এই প্রশ্নের জবাবে নতুন প্রজন্মের নায়িকা শিরিন শিলা বলেন, 'অবশ্যই ভালো লাগে । শোবিজ জগতটাকে খুব ভালোবাসি। ভালোবাসি বলেই তো কাজ করছি। ভালোবাসা না থাকলে এতগুলো সিনেমা করা হতো না।'

সিনেমা ছাড়া ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন শিরিন শিলা। তার অভিনীত জিম্মি ওয়েব ফিল্মটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, 'ওয়েব ফিল্ম কম করেছি। সিনেমাই বেশি করেছি। বেশি বেশি সিনেমা করতে চাই। নদীর জলে শাপলা ভাসে সিনেমাটি নতুন বছরে মুক্তি পাবে। খুব ভালো গল্পের সিনেমা এটি।'

Comments

The Daily Star  | English

57pc graduates struggle to get jobs: study

Around 57 percent graduates in Public Health discipline face significant challenges in finding jobs in relevant fields, according to a new study by Bangladesh Health Watch (BHW)

3h ago