ভয়ের রাজা জাম্বু

জাম্বু
জাম্বু। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দর্শকরা তাকে দেখলেই ভয় পেতেন। রূপালি পর্দায় তার উপস্থিতি মানেই সবার মাঝে বিরাজ করত আতঙ্ক। অসংখ্য সিনেমায় খলচরিত্রে অভিনয় করে গেছেন তিনি। সাদাকালো কিংবা রঙিন—উভয় ধরনের সিনেমাতেই তিনি সরব ছিলেন। তুমুল সাড়া পেয়েছেন পোশাকি সিনেমা করেও।

ছোট-বড় সব বয়সী দর্শকদের মন জয় করা এই খল-অভিনেতার নাম জাম্বু। খুন, মারামারিসহ এই ধরনের দৃশ্যে নিজেকে দারুণ মানিয়ে নিয়েছিলেন তিনি।

নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হওয়া এই অভিনেতাকে 'জাম্বু' নাম দিয়েছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এই পরিচালকের 'লিডার' সিনেমায় প্রথম অভিনয় করেন জাম্বু। যদিও সিনেমাটি মুক্তি পায়নি।

ছবি: সংগৃহীত

দেলোয়ার জাহান ঝন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, জাম্বুকে প্রথম দেখায় জিজ্ঞাসা করেছিলাম অভিনয় করবে কি না। রাজি হওয়ার পর তাকে বলি,  আজ থেকে তোমার নাম জাম্বু। সেদিন থেকেই নাম হয় জাম্বু। এই নামটিই সবার কাছে পরিচিতি পায়।

'জাম্বু দুর্দান্ত অভিনয় করত। আমার পরিচালনায় প্রথম অভিনয় করে লিডার সিনেমায়। এটি মুক্তি পায়নি। এরপর অভিনয় করে শীষনাগ সিনেমায়। এটার পর সেলিম জাভেদ সিনেমা করে। তারপরের গল্প সবার জানা। তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।'

জাম্বু অভিনীত বেশিরভাগ সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হচ্ছে—সেলিম জাভেদ, সাগর ভাসা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, নয়নমণি, মোহাম্মদ আলী, দোস্ত দুশমন, দায়ী কে, রাস্তার রাজা, দেন মোহর, হাবিলদার, গোলাবারুদ, হাসান তারেক, ঘাতক, বিজলি তুফান, হিরো, নয়া লায়লা নয়া মজনু, রাজাবাবু, রকি, বনের রাজা টারজান, কালিয়া, অমর, অভিযান, যোদ্ধা, ডাকাত, নবাব, চাকর, ববি, রাখাল রাজা, খুনের বদলা, শীষনাগ ও রক্তের দাগ।

ছবি: সংগৃহীত

অভিনয়জীবনে বেশিরভাগ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। ঢাকাই সিনেমার খলনায়কদের অন্যতম একজন তিনি। তবে একটি সিনেমায় ইতিবাচক চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছিলেন। সেই সিনেমার নাম 'আত্মরক্ষা'।

রঙিন নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় জাম্বুর অভিনয়ের কথা এখনো অনেকের মনে থাকার কথা। বাঙালির আবেগের এই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন মোহাম্মদী বেগের চরিত্রে, যে নবাবকে হত্যা করে।

সাহিত্য-নির্ভর সিনেমাও করেছেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়র গল্প থেকে বানানো 'রাজলক্ষ্মী শ্রীকান্ত' সিনেমায় অর্জুন সিং চরিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছেন। তবে, খল চরিত্রেই বেশি সাড়া পেয়েছেন তিনি।

ছবি: সংগৃহীত

প্রয়াত অভিনেতা নায়ক ও ভিলেন জসিমের সঙ্গে পর্দায় তার সরব উপস্থিতি ছিল অনেক সিনেমায়। জসিম ও জাম্বুর একসঙ্গে অভিনয় আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। দুজনেই ভয়ের দৃশ্যে নিজেদের দারুণ মানিয়ে নিতেন।

কেউ কেউ বলতেন, রূপালি পর্দায় ভয়ের রাজা ছিলেন জাম্বু। পর্দায় তার আগমন মানেই দর্শকদের ভেতরে ভয় ধরে যেত।

২০০৪ সালের ৩ মে জাম্বু মারা যান।

Comments