ঝিনাইদহ-৪

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, নৌকার ২ সমর্থক আটক

২০২৪ সালের জাতীয় নির্বাচনে প্রার্থীদের মোট সম্পদ
ইসির লোগো | সংগৃহীত

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে নৌকার দুই সমর্থককে আটক করেছে পুলিশ।

রোববার রাতে কালীগঞ্জ উপজেলার সুবিতপুর ও বলরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সুবিতপুর গ্রামের দুলু মণ্ডল (৩২) ও বলরামপুর গ্রামের জামির হোসেন (৪০)।

আব্দুর রশিদ খোকন জানান, রোববার দুপুরে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুর রশিদ খোকনের সমর্থক ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসরাইলসহ কয়েকজন উপজেলার বলরামপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় যান। এ সময় নৌকার প্রার্থীর সমর্থক জামির হোসেনসহ কয়েকজন তাদের বাধা দেন।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নৌকার প্রার্থী আনোয়ারুল আজিম আনার বলেন, বিষয়টি তেমন না। ইসরাইল হোসেন একজন বর্ষীয়ান নেতা। আমার স্থানীয় কর্মী তাকে জিজ্ঞেস করেন আপনি কেন নৌকার ভোট কাটছেন। এই কথায় উনি অভিযোগ দিয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Comments