খুলনা-৫ আসনে নির্বাচনে অংশ নিতে পারবেন আকরাম হোসেন
খুলনা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেনকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়ে চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় সদস্যের আপিল বেঞ্চ চেম্বার বিচারপতির আদেশ বাতিল চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
গত ২১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি আকরাম হোসেনকে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিতে এবং তার জন্য প্রতীক বরাদ্দের জন্য ইসিকে নির্দেশ দেন।
আকরাম হোসেনের আইনজীবী এ বি এম আলতাফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ঋণখেলাপি হওয়ার কারণে আকরাম হোসেনের মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা রিট আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি এ আদেশ দেন।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আকরাম হোসেনের প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আইনি বাধা নেই বলেও জানান তিনি।
Comments