রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালক ও যাত্রীর

train accident
প্রতীকী ছবি | স্টার অনলাইন গ্রাফিক্স

রাজবাড়ীর কালুখালী উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক ভ্যানচালক ও যাত্রী নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের সূর্যদিয়া রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন খোবায়ের আলী খান (৬০)। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের বাসিন্দা। অন্যজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একজন যাত্রী নিয়ে ভ্যানচালক কালুখালী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। সূর্যদিয়া রেলগেটটিতে কোনো পাহারাদার নেই। সেখানে নিজ দায়িত্বে রেললাইন পার হতে হয়। লাইন পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভ্যানে ধাক্কা দিলে তারা দুজনেই লাইনে কাটা পড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু। তার দাবি, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে অনুমোদিত কোনো রেলক্রসিং নেই।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

26m ago