পর্যটনে গুরুত্ব দিচ্ছে শ্রীলঙ্কা, ২০২৪ সালের লক্ষ্যমাত্রা ২৩ লাখ পর্যটক

শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার অর্থনীতি, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট, শ্রীলঙ্কার পর্যটন,
শ্রীলঙ্কার কলম্বোর একটি সমুদ্র সৈকতে হাঁটছেন একজন পর্যটক। ১২ জুন, ২০১৮। ছবি: রয়টার্স

চরম অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কা পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তারা নানাভাবে বিশ্বেরে কাছে তাদের পর্যটনকে তুলে ধরছে।

২০২৪ সালে ভারত, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও জার্মানিসহ অন্যান্য দেশ থেকে ২৩ লাখ পর্যটকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি।

শ্রীলঙ্কা ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটির (এসএলটিডিএ) চেয়ারম্যান প্রিয়ন্ত ফার্নান্দো এ কথা বলেছেন।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ইকোনোমি নেক্সটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইকোনোমি নেক্সটের প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কা আশা করছে তারা লক্ষ্যমাত্রার ৩ লাখ ১০ হাজার থেকে ৩ লাখ ৪৩ হাজার পর্যটক পাবে ভারত থেকে। এরপর রাশিয়া থেকে অন্তত ২ লাখ ৫৮ হাজার, চীন থেকে ২ লাখ ৫১ হাজার, যুক্তরাজ্য থেকে ১ লাখ ৯৩ হাজার এবং জার্মানি থেকে ১ লাখ ৫১ হাজার পর্যটকের লক্ষ্যমাত্রা ঠিক করেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার পর্যটন কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতদের ব্যবহারসহ আন্তর্জাতিকভাবে দেশটির পর্যটনের প্রচার করছে।

এছাড়াও, পর্যটন হটস্পটগুলোতে বেশ কয়েকটি ঘরোয়া ইভেন্টেরও পরিকল্পনা করেছে দেশটি।

ফার্নান্দো ইকোনমি নেক্সটকে বলেন, 'ওয়েলিগামা ও উনাওয়াতুনার মতো অঞ্চলে আমরা বেশ কয়েকটি উৎসবের আয়োজন করব।'

তিনি বলেন, ২০২৩ সালে ১৫ লাখ ৫০ হাজার লক্ষ্যমাত্রার চেয়ে পর্যটকের সংখ্যা কিছুটা কম হতে পারে।

২০২৩ সালের নভেম্বর পর্যন্ত শ্রীলঙ্কায় ১২ লাখ ৪৩ হাজার ৫২ জন পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন। তবে, ২০২২ সালে মাত্র ৭ লাখ ১৯ হাজার ৯৭৮ জন পর্যটক পেয়েছিল দেশটি।

Comments

The Daily Star  | English

Over 102,000 annual deaths in Bangladesh linked to air pollution

Study also finds air pollution behind 266 million sick days every year hurting the economy

1h ago