সংখ্যালঘু সম্প্রদায়ের ২০ জন পেলেন আ. লীগের মনোনয়ন
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ওবায়দুল কাদের ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এদের মধ্যে ২০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের।
তারা হলেন- ঠাকুরগাঁও ১: রমেশ চন্দ্র সেন; দিনাজপুর ১: মনোরঞ্জন শীল গোপাল; রংপুর ৩: তুষারকান্তি মণ্ডল; কুড়িগ্রাম ৩: সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে; নওগাঁ ১: সাধন চন্দ্র মজুমদার; নওগাঁ ৩: সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী; যশোর ৫: স্বপন ভট্টাচার্য্য; মাগুরা ২: শ্রী বীরেন শিকদার; খুলনা ১: ননী গোপাল মণ্ডল; খুলনা ৫: নারায়ণ চন্দ্র চন্দ; বরগুনা ১: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু; পিরোজপুর ২: কানাই লাল বিশ্বাস; ময়মনসিংহ ১: জুয়েল আরেং; নেত্রকোনা ৩: অসীম কুমার উকিল; মুন্সীগঞ্জ ৩: মৃণাল কান্তি দাস; সুনামগঞ্জ ১: রনজিত চন্দ্র সরকার; কুমিল্লা ৭: প্রাণ গোপাল দত্ত; খাগড়াছড়ি: কুজেন্দ্র লাল ত্রিপুরা; রাঙ্গামাটি: দীপংকর তালুকদার; বান্দরবান: বীর বাহাদুর উ শৈ সিং।
Comments