কিশোরগঞ্জ-২: সাবেক আইজিপি বাদ, নৌকার টিকিট পেলেন সাবেক অতিরিক্ত ডিআইজি

আবদুল কাহার আকন্দ (বামে) ও নূর মোহম্মদ (ডানে)। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে পুলিশের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কাহার আকন্দকে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রোববার ২৯৮ আসনে নৌকার প্রার্থীর নাম ঘোষণার সময় তার নামও ঘোষণা করেন।

বর্তমান সংসদ সদস্য ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের বদলে এবার কাহার আওয়ামী লীগ প্রার্থী হিসেবে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা, ২০০৪ সালের আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, বিডিআর বিদ্রোহসহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার তদন্ত করেছেন এই সুপরিচিত পুলিশ কর্মকর্তা।

মনোনয়ন পাওয়ার পর আবদুল কাহার আকন্দ দ্য ডেইলি স্টারকে জানান, তিনি খুবই খুশি।

'আমাকে নির্বাচিত করার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। কটিয়াদী ও পাকুন্দিয়ার মানুষ এই ঘোষণায় উচ্ছ্বসিত', তিনি বলেন।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং তিনি জয়ী হবেন।

আবদুল কাহার আকন্দ বলেন, 'আমি জয়ী হলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন করব। এ ছাড়া নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে অন্যান্য প্রকল্প গ্রহণ করব।'

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago