পারমাণবিক অস্ত্রে সমাধান দেখছেন ইসরায়েলের মন্ত্রী, কোথায় আইএইএ

ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু (বাঁয়ে) ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে)। ছবি: এলিয়াহুর আনুষ্ঠানিক এক্স প্রোফাইল থেকে নেওয়া
ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু (বাঁয়ে) ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে)। ছবি: এলিয়াহুর আনুষ্ঠানিক এক্স প্রোফাইল থেকে নেওয়া

হামাসের বিরুদ্ধে যুদ্ধে গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ব্যাপারে ইসরায়েলের মন্ত্রী আমিচাই এলিয়াহুর বক্তব্যে বিশ্বজুড়ে নিন্দা অব্যাহত আছে। সর্বশেষ রাশিয়া বলেছে, ওই বক্তব্য বহু প্রশ্নের জন্ম দিয়েছে।

গত রোববার রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু বলেন, চলমান যুদ্ধে গাজায় পারমাণবিক বোমা নিক্ষেপ একটি বিকল্প হতে পারে। তার এই বক্তব্যের অর্থ হলো, ইসরায়েলে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা এই অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করছে। অথচ, ইসরায়েল এর আগে কখনোই পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি।

ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে বক্তব্য আসার দুই দিন পর আজ মঙ্গলবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ধরে নেওয়া যায় যে এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করা হয়েছে।

এক্ষেত্রে প্রথম যে প্রশ্ন ওঠে তা হলো—ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার কথা কি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হলো? আর এটাই যদি হয় তবে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ও এর আন্তর্জাতিক পরিদর্শকরা কোথায়?

আমিচাই ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ওতজমা ইয়েহুদির দলের নেতা। রেডিও কোল বেরামাকে দেওয়া সাক্ষাৎকারে ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহুকে জিজ্ঞাসা করা হয়, গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত হবে কি না। উত্তরে তিনি বলেন, 'এটি একটি বিকল্প হতে পারে।' সাক্ষাৎকারে মন্ত্রী আরও জানান, তিনি চান ইসরায়েল গাজা উপত্যকার দখল নিক। তিনি গাজার ফিলিস্তিনিদের আয়ারল্যান্ড অথবা মরুভূমিতে চলে যাওয়ারও উপদেশ দেন।

তিনি গাজায় ত্রাণ পাঠানোর বিরোধিতা করে বলেন, 'গাজায় কোনো নিষ্পাপ, বেসামরিক মানুষ নেই।'

এই বক্তব্য আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এলিয়াহু কোনো সরকারি বৈঠকে অংশগ্রহণ করতে পারবেন না।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের অনুমান, ইসরায়েলের হাতে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। সোমবার এলিয়াহুর বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এক ব্রিফিংয়ে বলেন, আমরা বিশ্বাস করি যে যুদ্ধের সকল পক্ষের উচিৎ ঘৃণা ছড়ায় এমন বক্তব্য না দেওয়া।

সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান টুইট করে বলেছেন, 'বর্বর ও বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলকে নিরস্ত্র করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।'

 

Comments

The Daily Star  | English

Protests continue in Khulna for 3rd day demanding KMP commissioner’s removal

Protesters staged a sit-in outside the KMP headquarters, blocking roads and chanting slogans

40m ago